দেশজুড়ে

ঈশ্বরদীতে আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ কালাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পাকশী লালনশাহ সেতুর আগে নতুনহাট মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক কালাম ভোলা জেলার মৃত হাবিবের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশের এসআই রাজিবুল আলম জানান, কালাম ওই প্রাইভেটকারের চালক। ঢাকা থেকে সে কুষ্টিয়া যাচ্ছিল। ঈশ্বরদীর নতুন হাট মোড়ে প্রাইভেটকারটি পৌঁছার পর গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দিলে কালামের সহযোগী পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন জানান, আটক কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম