দেশজুড়ে

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন তুষার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৭ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান মো. আসাদ উল্লাহ তুষার।

সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সাবেক এই ছাত্রনেতা একজন তুখোড় বক্তা হিসেবে পরিচিত। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ও পারিবারিকভাবেই আওয়ামী আদর্শে বেড়ে উঠেছেন। নব্বই দশকের শুরুতে ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতি শুরু করলে বিএনপির দুঃশাসন বিরোধী ও যুদ্ধাপরাধী রাজাকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং হামলা মামলার স্বীকার হন।

২০১৬ থেকে ২০১৯, তিন বছর মেয়াদী আওয়ামী লীগের এই উপ-কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক এবং পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে সরকারদলীয় ৫ জন সংসদ সদস্যকে। তারা হলেন, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, অধ্যাপক আব্দুল কুদ্দুস ছলিম উদ্দিন তরফদার, গোলাম মোস্তফা সেলিনা আক্তার বানু। ৪৭ সদস্যের এই কমিটিতে আছে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও সাবেক ছাত্রনেতারা। যারা প্রায় সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এমএএস/এমএস