দেশজুড়ে

মরমি কবি পাগলা কানাইয়ের জন্মোৎসব শুরু

“জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পরনা, মন তুমি মরার ভাব জান না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না” এমন অসংখ্য গানের শ্রোষ্ঠা মরমি কবি পাগলা কানাইয়ের ২০৮তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিন অনুষ্ঠানমালা।

শুক্রবার সকালে কবির মাজার ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, লাঠিখেলা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার। অনুষ্ঠানটি পরিচলানা করেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের দফতর সম্পাদক আশরাফুল আলম।

তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবি রচিত ধুয়াজারী গান পরিবেশন, নাটক ও পালাগান। আগামী রোববার শেষ হবে এই জন্মজয়ন্তী উৎসব।

লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন এবং বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় মৃত্যুবরণ করেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস