চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কালনীবিলে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গণপিটুনি দেয়া হয়।
নিহত রায়হান আলী (২৪) একই উপজেলার চৌডালা এলাকার বাক্কার আলীর ছেলে। আহতের নাম সাবদুল ইসলাম।
গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল জানান, বোয়ালিয়া-জামবাড়িয়া সড়কের নওদাপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ খবর শুনে স্থানীয়রা কালনীবিল এলাকায় গিয়ে দুইজনকে আটক করে গণপিটুনী দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান।
পুলিশ জানায়, রায়হানের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত সাবদুল ইসলাম গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল্লাহ/এফএ/এমএস