রাজশাহী নগরীতে এক পুরিয়া গাঁজাসহ দুই শিক্ষানবিশ কারারক্ষীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা পুলিশ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-দিনাজপুরের বিরল উপজেলার আকর এলাকার মিজানুর রহমানের ছেলে গোলাম আজম (২১) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পানছিরাম এলাকার এলেমান রহমানের ছেলে ফেরদৌস রহমান (২১)।
এদের মধ্যে গোলাম আজম শিক্ষানবিশ কারারক্ষী ব্যাচের ছয় নম্বর এবং ফেরদৌস রহমান পাঁচ নম্বর ব্যাটালিয়নের সদস্য।
গত ৩০ জানুয়ারি নিয়োগ পান তারা। এরপর ২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ কারা একাডেমিতে তাদের প্রশিক্ষণ শুরু হয়। বর্তমানে একাডেমি ব্যারাকে অবস্থান করছিলেন এ দুজন।
এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, ছুটির দিন হওয়ায় বিকেলে ব্যারাক থেকে বেরিয়ে পড়েন ওই দুজন। এরপর পরিচিত এক অটোরিকশাচালককে নিয়ে নগরীর উপকণ্ঠ পবার হরিপুরে যান। সেখান থেকে এক পুরিয়া গাঁজা নিয়ে অটোরিকশা চেপেই ফিরছিলেন একাডেমিতে।
পথে কাশিয়াডাঙ্গা মোড় চেকপোস্টে তাদের সংকেত দেয় পুলিশ। এসময় এদের একজন পালানোর চেষ্টা করেন। পরে সন্দেহভাজন দুজনকেই এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
ওসি আরও বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন নিজেদের কারারক্ষী হিসেবে পরিচয় দেন। এসময় তারা গাঁজাসেবনের কথাও স্বীকার করেন। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, দুই শিক্ষানবিশ কারারক্ষীকে আটকের বিষয়ে কারা একাডেমি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। জেডএ