দেশজুড়ে

ঝিকরগাছায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

যশোরের ঝিকরগাছার নাভারন পুরাতন বাজার থেকে শুক্রবার বিকেলে ১৯০ পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক যুবকে গ্রেফতার করেছে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ। তিনি কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।

নাভারন হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতা করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ১৯০ পিচ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জেডএ