লেয়ার ও পোল্ট্রি মুরগির ডিমের বাজার মূল্য কম হলেও, ওষুধ এবং খাবারের দাম বৃদ্ধি, বিদেশে ডিম রফতানি বন্ধের কারণে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরেও হুমকির মুখে পড়েছে পোল্ট্রি শিল্প। দিন দিন লোকসান গুনতে গুনতে উপজেলায় প্রায় ৩শ ফার্ম ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
একদিকে ব্যাংক, এনজিও প্রতিষ্ঠানের চড়া সুদ, অন্য দিকে ব্যবসায় লোকসানের কারণে জনপ্রিয় এ শিল্পটি হুমকির মুখে পড়েছে। ডিমের বাজার মূল্য ৪২০ টাকা থাকায় ব্যবসায়ীদের মূলধন খোয়াতে হচ্ছে প্রতিদিন। এসবের প্রতিবাদে গত বৃহস্পতিবার গোপালপুরে সাপ্তাহিক ভিক্ষা বার ভিক্ষুকদের ডিম দিয়ে ভিক্ষা দিয়েছেন এ শিল্পের ব্যবসায়ীরা।
শহরের গোপালপুর বাজার এলাকার আলী ফিস ফুড অ্যান্ড পোল্ট্রি ফিড এর স্বত্বাধিকারী মো. হায়দর আলী দিনভর ডিম দিয়ে ভিক্ষা দেন। এ প্রসঙ্গে আলী ফিস ফুড অ্যান্ড পোল্ট্রি ফিড এর স্বত্বাধিকারী মো. হায়দর আলী জানান, তার নিজের ৭ হাজার লেয়ার মুরগির একটি ফার্ম রয়েছে। প্রতিটি ডিম উৎপাদনে প্রতিদিন দেড় টাকা লোকসান হচ্ছে। বাজারে ডিমের উৎপাদন মূল্য নেই। তাই তিনি প্রতিবাদের জন্য এ পন্থা অবলম্বন করেছেন।
এসময় উপস্থিত খামারি রাসেল, ইউসুফ, আনোয়ারসহ অনেকে অবিলম্বে ডিমের ন্যায্য বাজার, ওষুধ ও খাবারের মূল্য কমানো, বিদেশে ডিম রফতানি করার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। নইলে গোপালপুরের প্রায় ৫ শতাধিক ফার্ম বন্ধ হয়ে যাবে। বেকার হয়ে পড়বে এর সঙ্গে সংশ্লিষ্টরা বলেও জানান তারা।
আরিফ উর রহমান টগর/এমএএস/আরআইপি