দেশজুড়ে

সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে আতঙ্কের কিছু নেই

র‌্যাব-১৩ রংপুরের উইং কমান্ডার আ. আহাদ বলেছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে আতঙ্কের কিছু নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আমাদের ৪০টি টিম মোতায়েন আছে। নির্বাচনকে ঘিরে রোববার থেকে র্যাব মোতায়েন করা হয়েছে এবং নির্বাচনের পরদিনও থাকবে।

সোমবার দুপুরে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা শহরের গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের মেসার্স এ খলিল ফিলিং স্টেশনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপ-নির্বাচনে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেয়া আছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আ. আহাদ বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয়, সেজন্য আমরা সজাগ আছি। সবসময় আমাদের ভূমিকা বলিষ্ঠ থাকবে। আমরা কাউকে কোনো ছাড় দেব না। সাদা পোশাকেও বিভিন্ন জায়গায় আমাদের র‌্যাব সদস্যরা থাকবে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। যদি এমন কিছু হয়, সেটা আমরা মোকাবেলা করবো।

বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কোনো পদক্ষেপ আছে কিনা এ বিষয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আমাদের অতিরিক্ত নজরদারি আছে এবং সাদা পোশাকেও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। এ সময় রংপুর ও গাইবান্ধা র্যাব ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন সড়কে র্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।

মঙ্গলবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা এই উপ-নির্বাচনে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চারজন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী, জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান ও গণফ্রন্টের শরিফুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭৩ হাজার ৬২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৯টি ও ভোট কক্ষের সংখ্যা ৬৪৭টি। প্রিসাইডিং অফিসার ১০৯ জন ও সহকারী প্রিসাইডিং অফিসার ৬৪৭ জন ও পোলিং অফিসার ১ হাজার ২৯৪ জন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ।

তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়। পরে ৯ ফেব্রুয়ারি দলীয় সভানেত্রী শেখ হাসিনা এই আসনে প্রয়াত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বড়বোন আফরুজা বারীকে আওয়ামী লীগের মনোনয়ন দেন। এ আসনে আগামীকাল ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি