দেশজুড়ে

বাগেরহাটে ঘুরতে এসে চার রোহিঙ্গা আটক

বাগেরহাট শহর থেকে তিন তরুণীসহ চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট শহরের রাহাতের মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ঠান্ডা মিয়ার ছেলে শুনা আলী (৬৫), শুনা মিয়ার মেয়ে রাশিদা (১৮), আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (১৭), আব্দুস ছালামের মেয়ে বেবী (১৭) । এ সময় তাদের বাগেরহাটে নিয়ে আসাতে সাহায্য করায় মো. ইলিয়াছ (২৮) নামে এক বাংলাদেশিকেও আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক চার রোহিঙ্গার বাড়ি মিয়ানমারের রাখাইন ও আরাকান রাজ্যের বিভিন্ন গ্রামে। এদের সহযোগী দালাল বাংলাদেশি নাগরিক কক্সবাজারের বড় মহেষখালী জাগিরাঘোনা গ্রামের তোফাইল আহমেদের ছেলে। তাদের বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক বাংলাদেশি দালাল ইলিয়াস বলেন, চার রোহিঙ্গাকে নাগরিক বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে আশ্রয় নেন। সেখানে তাদের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে দুই দিন আগে পরিবারটি বাংলাদেশ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করলে আমি তাদের নিয়ে বাগেরহাটের হজরত খান জাহান (রহ.) মাজার দেখাতে নিয়ে যাই। পরে পুলিশ আমাদের ধরে থানায় নিয়ে আসে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, বাগেরহাট শহরের রাহাতের মোড়ে ঘোরাঘুরির সময় সন্দেহভাজন তিন তরুণীসহ মোট পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে তিন তরুণীসহ চারজন মিয়ানমারের নাগরিক বলে জানা যায়। আটক চার রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে তিনি জানান।

শওকত আলী বাবু/আরএআর/এমএস