দেশজুড়ে

লুকিয়েও লাভ হলো না দুই বোনের

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই বোনের। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবসন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো- শিবসন গ্রামের মনির সরকারের মেয়ে মাফিয়া আক্তার (৭) ও আসমা আক্তার (৫)।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, বিকেলে রান্না করার সময় রান্না ঘরে আগুন লাগে। এ সময় আগুনের ভয়ে ওই দুই শিশু তাদের ঘরে লুকায়। কিন্তু আগুন চারদিকে ছড়িয়ে পড়ে মনির সরকারের ঘরসহ নুরালি সরকার, বিল্লাল সরকার ও হাকিম বেপারির ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুন নেভানোর পর অঙ্গার হয়ে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি।

ছগির হোসেন/এফএ/জেআইএম