দেশজুড়ে

আখাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পচা খাবার পরিবেশনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও’র কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টার দিকে ইউএনও শামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আখাউড়া উপজেলার খড়মপুর এলাকার কল্লা শহীদ (রা.) মাজার শরীফ প্রাঙ্গণের আল্লার দান হোটেল কর্তৃপক্ষকে খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা, কল্লা শহীদ (র.) মিষ্টান্ন ভাণ্ডার কর্তৃপক্ষকে খোলা জায়গায় মিষ্টি রাখার দায়ে পাঁচশ টাকা এবং ভাই ভাই হোটেল কর্তৃপক্ষকে পচা খাবার পরিবেশনের দায়ে তিন হাজার টাকা জরিমানা করেন। আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর