মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ প্রটোকলভুক্ত চ্যানেলে ডুবে যাওয়া এমভি মদিনা মুনাওয়ারা- ১ নামের কার্গোটি গত তিন দিনেও উদ্ধার হয়নি। মোংলার সেনা কল্যাণ সংস্থার সিমেন্ট মিলস থেকে দুই হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে যাওয়ার পথে গত ১৭ মার্চ বিকেলে বাগেরহাটের রামপাল খেয়াঘাটের কাছে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কার্গোটি ডুবে যায়।
বিআইডব্লিউটিএ মোংলার নৌ সংরক্ষণ বিভাগ প্রধান পাইলট মো. শাহ আলম জানান, আন্তর্জাতিক এই নৌ রুটের নাব্যতা রক্ষায় দ্রুত ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করা প্রয়োজন। তবে কার্গো ডুবির ফলে আপাতত আন্তর্জাতিক এ চ্যালেলে নৌ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। নিয়মানুযায়ী ১৫ দিনের সময় বেঁধে দিয়ে কার্গোটি উদ্ধারে মালিকপক্ষকে চিঠি দেয়া হয়েছে। যদি মালিকপক্ষ উদ্ধারে ব্যর্থ হয় তাহলে কার্গোটিকে নিলামে দিয়ে তা উদ্ধার করা হবে।
বিআইডব্লিউটিএ খুলনা বিভাগের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম সানোয়ার হোসেন জানান, যে পয়েন্টে কার্গোটি ডুবে গেছে সেখানে বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে, যাতে এই আন্তর্জাতিক নৌরুট দিয়ে চলাচলকারীদের কোনো জাহাজের সমস্যায় পড়তে না হয়। গুরুত্বপূর্ণ এই চ্যানেল থেকে কার্গোটি উদ্ধারের জন্য যথাযত ব্যবস্থা নেয়া হয়েছে। মালিকপক্ষকে চিঠি দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করা হবে।
ডুবে যাওয়া কার্গোটির মালিক মো. রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল পর্যন্ত কার্গোটি উদ্ধারের জন্য তিনি বিআইডব্লিউটিএ’র কোনো চিঠি বা নির্দেশানা পাননি। তিনি ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র কাছে দাবি জানান। তবে বিআইডব্লিউটিএ কাজটি না করলে তিনি ডুবে যাওয়া কার্গো উদ্ধার কাজ শুরু করবেন বলে জানান।
শওকত বাবু/আরএআর/পিআর