রাজধানীর সবুজবাগের অভয় বিনোদিনী স্কুলের ধর্ষিতা ছাত্রীর মা আমেনা বেগম এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ধর্ষণকারী শিক্ষক মনিরুজ্জামানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ নিজের এ দুর্দশার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে আমেনা বেগম প্রধানমন্ত্রীর কাছে তার স্কুল পড়ুয়া মেয়ের ধর্ষণকারী শিক্ষকের শাস্তি দাবি করেন। তিনি বলেন, জামিনে মুক্তি পেয়ে মনিরুজ্জামান এখন ধর্ষণ মামলা তুলে নিতে প্রতিদিন সন্ত্রাসী পাঠিয়ে তাদের হুমকি দিচ্ছে। ওই শিক্ষক মনিরুজ্জামান তার মেয়েকে কোচিংয়ের নামে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, এ বিষয়ে গত বছরের ১১ নভেম্বর সবুজবাগ থানায় মনিরুজ্জামান, ফায়ার ব্রিগেডের পরিদর্শক নুরুল আলম দুলাল ও সজিব ডায়াগনস্টিক সেন্টারের মালিক সজিবকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা নং-১৫। তবে এই মামলায় আটকের পর মনিরুজ্জামান সম্প্রতি জামিনে বেড়িয়ে এসেছেন। ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করা অসহায় আমেনা বেগমের দাবি- ধর্ষক অভয় বিনোদিনী স্কুলের শিক্ষক মনিরুজ্জামান যাতে করে শিক্ষাকতার নামে আর কোন মেয়ের সর্বনাশ করতে না পারে সেজন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।আরএম/এসএইচএস/আরআইপি