দেশজুড়ে

শরীয়তপুরে ১২ মণ জাটকা জব্দ

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা এলাকা থেকে ১২ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শরীয়তপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল ) থান্দার খায়রুল হাসান বলেন, বিকেলে ভেদরগঞ্জ পৌরসভা ব্রিজের ওপর অভিযান চালিয়ে একটি নসিমন থেকে ১২ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, মাদরাসা ও এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ছগির হোসেন/আরএআর/পিআর