কিশোরগঞ্জে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ‘মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগীয় ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এই ক্রিকেট তারকার ৩১তম জন্মদিন পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টেস্ট ও ওয়ানডের মতো টি-২০ ক্রিকেটেও কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের টাইগাররা ভালো খেলছে, সামনে আরও ভালো খেলবে।
দিনটি ছিল বিশ্বসেরা অলরাউন্ডার ও টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ৩১তম জন্মদিন। সকাল থেকে জন্মদিনের ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে প্রায় ২০ হাজার দর্শক-ভক্ত অপেক্ষা করছিলেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। আয়োজনের কমতি ছিল না জেলা ক্রীড়া সংস্থার। বিশাল আকারের কেকসহ জমকালো জন্মদিন উদযাপনের আয়োজন রাখা ছিল আগ থেকেই।
দুপুর পৌনে ১টার দিকে সাকিব আল হাসান আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে উড়ে এলেন ক্রিকেট বস বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। হাজারো ভক্তের স্লোগানের মধ্য দিয়ে স্টেডিয়াম মাঠে নামে সাকিবদের বহনকারী হেলিকপ্টার।
স্টেডিয়ামের গ্যালারি ততক্ষণে ভরে গেছে কানায় কানায়। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে ‘মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগীয় ক্রিকেট লীগ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে শনিবার এভাবেই উৎসবমুখর পরিবেশে স্টেডিয়ামে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থনের আহ্বান জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তারা বলেন, আমাদের জন্য দোয়া করবেন। যেনো ভালো খেলে ভবিষ্যতে দেশের সুনাম আরও বাড়াতে পারি।
বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, দুর্ভাগ্যক্রমে আমরা ভারতের সঙ্গে টি-২০ ফাইনালে শেষ বলে হেরেছি। কিন্তু আমাদের ছেলেরা বীরের মতো খেলেছে। তারা বিশ্বকে জানান দিয়েছে, আমরা শুধু ওয়ানডেতে না, টেস্ট ক্রিকেটেও ভালো করছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমাদের শততম ম্যাচে তাদের হারিয়েছি। এবার প্রমাণ করে দিলাম টি-২০তেও কাউকে ছাড় দেব না আমরা।
পরে একটি সাদা প্রাইভেটকারে চড়ে স্টেডিয়ামের চার পাশে দর্শকদের হাতনেড়ে অভিনন্দন জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ সময় দর্শকরা উল্লাসে মেতে উঠে। অনেকে গ্যালারির কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েন মাঠে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, পরিচালক মাহবুব আনাম, পরিচালক গাজী গোলাম মর্তোজা পাপ্পা, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ।
আগামী ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগীয় ক্রিকেট লীগ। জেলার ১৬টি দল এতে অংশ নিচ্ছে।
নূর মোহাম্মদ/এএম/আরআইপি