দেশজুড়ে

কলকাতা থেকে পায়ে হেঁটে রাজবাড়ীতে তারা

মহান স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের কলকাতা থেকে পায়ে হেঁটে রাজবাড়ীতে পৌঁছেছেন ভারতীয় নারী-পুরুষের ২০ সদস্যের একটি দল।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীর ২০ সদস্যের ওই দলটি রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মো. মনিরুল হকের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে পৌঁছান।

এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানো শেষে প্রতিনিধি দলটি মাঠে যোগব্যায়াম ও দেশের গান পরিবেশন করেন।

প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান ও জেলা জাসদের সভাপতি মো. মনিরুল হক প্রমুখ।

উত্তর কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ডা. সুধীর কুমার দত্ত জানান, তার নেতৃত্বে উত্তর কলকাতার ৭১/২-এ বিধান সরণি থেকে গত ২৩ মার্চ সকালে তার কলেজের ২০ সদস্যের একটি দল দুই বাংলার মিলন, মৈত্রীবন্ধন ও অসাম্প্রদায়িক চেতনা দূর করতে স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনুর আমন্ত্রেণে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

রোববার বিকেলে রাজবাড়ীতে এসে পৌঁছান তারা। পরে যোগব্যায়াম ও দেশের গান পরিবেশন করেন। এদেশে আসার পথে সবাই তাদের সহযোগিতা করেছেন। এ জন্য তারা অনেক খুশি হয়েছেন।

আগামীকাল সকালে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। আগামী ২৮ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাবেন এবং রাতে ভারতের কলকাতার উদ্দেশে রওনা হবেন প্রতিনিধি দলের সদস্যরা।

রুবেলুর রহমান/এএম/জেআইএম