কিশোরগঞ্জ শহরের একটি স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের কোনো এক সময় কিশোরগঞ্জ থানার অদূরে স্টেশন রোড এলাকায় চাঁদতারা কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত লোকনাথ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চোরেরা দোকানের সামনের সাটারের দুটি তালা কেটে ভেতর থেকে আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে এবং চুরির পর দোকানের বাইরের দিকে নতুন দুটি তালা লাগিয়ে গেছে। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ও নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দোকান মালিক লোকনাথ রায় জানান, রোববার রাত সাড়ে ১০টার সময় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। সোমবার সাকালে এসে দোকানের সামনের দিকের সাটারে দুটি নতুন তালা লাগানো দেখতে পান। এ সময় অপর দিকের সাটার খুলে চুরির বিষয়টি জানতে পারেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের নৈশপ্রহরী রফিকুল ইসলাম ও লোকনাথ জুয়েলারির ম্যানেজার হরেন্দ্র বিশ্বাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
নূর মোহাম্মদ/আরএআর/পিআর