দেশজুড়ে

মাগুরায় ঘৌড়দৌড় প্রতিযোগিতা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে বুধবার মাগুরা সদর উপজেলার বৈন্নতুল গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা। মাগুরাসহ আশপাশের অঞ্চলের ৩০টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ নেয়। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারও মানুষ।

আবহমানকাল ধরে ঘৌড় দৌড় এদেশের মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে। কিন্তু কালের বিবর্তনে মানুষ আজ এই ঐতিহ্যবাহী খেলা ভুলতে বসেছে বলে জানান খেলোয়াড়রা।

আয়োজক কমিটির সভাপতি হুমায়ুন কবির মল্লিক জাগো নিউজকে জানান, দেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে এ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে।

নতুন প্রজন্মের কাছে খেলাটির গুরুত্ব তুলে ধরতে এ বছরের ন্যায় প্রতিবছর খেলাটি আয়োজনের দাবি জানিয়েছে দর্শনার্থীরা। অন্যদিকে ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি