দেশজুড়ে

দোহারো কন্যাদের ফুটবলে মেসি মেসি রব

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দেশের প্রত্যন্তপল্লীর দোহারো কন্যারা। এই দোহারো কন্যাদের খেলায় বিশ্বের তারকা খেলোয়াড় মেসির নামে গ্যালারিতে রব ওঠে। মূলত দোহারো কন্যা উন্নতিকে ঘিরে এই মেসি মেসি রবে ওঠে। এই উন্নতি রংপুরের সঙ্গে সেমিফাইনালে একাই করে ৩ গোল।

তখনই মেসি মেসি রব ওঠে স্টেডিয়ামজুড়ে। তার হ্যাট্রিক গোলের সুবাদে সহজেই ৪-০ গোলে রংপুর বিভাগকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় দোহারো কন্যারা। আর উন্নতিদের উন্নতি দেখে দেশবাসী। ফাইনাল খেলাতেও তারা ঢাকাকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে জিতে নিয়েছে শিরোপা।

শৈলকুপা উপজেলার দোহারো গ্রামের আহসান উল্লাহ জানান, নেই মাঠ, নেই ভালো অবকাঠামো, নেই ক্রীড়া সামগ্রি, নেই প্রশিক্ষণ, তারপরও এরা বিজয়ী, এমন সাফল্যে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা। মুগ্ধ এলাকাবাসী। তবে হতদরিদ্র এসব খেলোয়াড় আর দরিদ্র পরিবারগুলোকে সহযোগিতার দাবি জানান তিনি।

৩৬ নং দোহারো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আবু মুসা জোয়ারদার জানান, কে জানত ঝিনাইদহের শৈলকুপার দোহারো স্কুলের নারী শিশুরা ফুটবলে হবে দেশ সেরা, ছিনিয়ে আনতে পারবে শিরোপা! কেউ জানুক বা না জানুক অদম্য এই নারী শিশুরা তার জন্যে বসে থাকেনি। ইচ্ছাশক্তির ওপর ভর করেই শুরু করেছিল এই টুর্নামেন্টের। সেটা ৮ মাস আগের কথা। লড়াই শুরু করেছিল ৬৫ হাজার স্কুলের মধ্যে। শুরুতেই চমক দেখাতে থাকে, ইউনিয়ন, থানা, জেলা অতঃপর অপরাজিতভাবে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। গল্পটা আর থেমে থাকেনি। খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হয় তারা। সেখান থেকে তারা ফাইনালে ওঠে জিতে নেয় শিরোপা।

গোলকিপার বৃষ্টির মা পঙ্গু ঝর্না খাতুন জানান, বরিশার বিভাগকে ৮-০ গোলে পরাজিত করে ওঠে যায় সেমি ফাইনালে। সেখানে রংপুর বিভাগকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। এখন তাদের স্বপ্নজয়ের পালা। ইতোমধ্যে দেশে প্রথম হয়েছে তারা।

গতকাল ফাইনালে মুখোমুখি হয় রাজধানী ঢাকা বিভাগের। খেলার প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে খুলনার প্রতিনিধিত্বকারী দোহারো কন্যারা। কিন্তু তারা দমে যাওয়ার পাত্র নয়। দ্বিতীয়ার্ধে ১-১ গোলে সমতা আনতে সক্ষম হয়। এভাবেই শেষ হয় খেলার নির্ধারিত সময়।

এরপর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যাবধানে ঢাকাকে হারিয়ে শিরোপা ছিনিয়ে আনে দোহারো মেয়েরা। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। এমন স্বপ্ন জয়ের গল্পে আনন্দে আত্মহারা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো।

গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড় উন্নতির মা হামিদা বেগম জানান, সারাদেশ বিজয়ী এই দোহারো কন্যাদের পরিবারের অবস্থাও নাজুক। নেই মাথা গোঁজার ঠাঁই, নেই আর্থিক সচ্ছলতা বা অন্যান্য সুবিধা। টুর্নামেন্টে মেসি হিসেবেখ্যাত উন্নতির মা খুবই খুশি ও প্রতিবেশীরা জানিয়েছেন ভ্যান চালিয়ে সংসার চলে তাদের।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, প্রশাসনের কাছ থেকে আশ্বাস মিলেছে এসব খেলোয়াড়দের সব দাবি পূরণের। তাদের সব দাবি পূরণ করতে চেষ্টা করবো আমরা।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম