শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্য্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ (নৌকা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৫১ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহ মো. বুরহান উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৬৩৬ ভোট।
রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম বৃহস্পতিবার সন্ধ্যায় মোট ৬৩টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করে এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে ৯৭৮টি ভোট বাতিল হয়েছে। মোট ৪৩ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছে। হাকিম বাবুল/আরএআর/পিআর