যশোরের শার্শার লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোছা. আনোয়ারা খাতুন। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ২৭২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী চশমা মার্কা পেয়েছেন ২২৩ ভোট।
শার্শা উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নবনির্বাচিত চেয়ারম্যান মোছা. আনোয়ারা খাতুন সদ্য প্রয়াত চেয়ারম্যান সালাউদ্দিন শান্তির স্ত্রী। গত ৯ জানুয়ারি তার মৃত্যুতে লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নৌকা মার্কার প্রার্থী মোছা. আনোয়ারা খাতুন ১০ হাজার ২৭২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামাল হোসেন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২২৩ ভোট।
এছাড়া বিএনপি সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মো. আহসান হাবীব খোকন আনারস প্রতীক নিয়ে ৮২ ও মো. জুলফিকার আলী রজনীগন্ধা প্রতীক নিয়ে ১৪ ভোট পেয়েছেন। বাতিল ভোটের সংখ্যা ৬৭টি।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। তবে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।
প্রসঙ্গত, শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন শান্তি গত ৯ জানুয়ারি মারা যাওয়ায় এ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোঃ জামাল হোসেন/এএম/পিআর