পটুয়াখালীর ২ উপজেলার ৭ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ আওয়ামী লীগ প্রার্থী এবং এক স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
ফলাফল অনুযায়ী, কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রিন্টু তালুকদার ৩ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মো. শওকতুর রহমান শামীম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।
ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. টিনু মৃধা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পেয়েছন ১ হাজার ৬৫০ ভোট।
বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এইচএম হুমায়ুন কবির ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম সরদার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৮১ ভোট।
ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুস সালাম শিকদার ৩ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মালেক ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭১ ভোট।
মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কাজী হেমায়েত উদ্দিন হিরন ৫ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।
অপরদিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আমিনুল ইসলাম ছালাম ৪ হাজার ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন আহমাদ কবির জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪১৭ ভোট।
একই উপজেলার লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহআলম আকন ৪ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস