দেশজুড়ে

বিয়ের পর ঘুরতে গিয়ে নববধূ নিহত, স্বামী আহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মদিনা আক্তার (১৮) নামে এক নববধূ নিহত হয়েছেন। এতে স্বামী মো. ইমরান (২৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে মদিনা আক্তারের মৃত্যু হয়। এর আগে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় স্বামী-স্ত্রী দুইজন সড়ক দুর্ঘটনায় আহত হন।

নিহত মদিনা সদর উপজেলার দালালবাজার এলাকার বাসিন্দা। গত সপ্তাহে তাদের বিয়ে হয়। স্বামী ইমরান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

স্থানীয়রা জানান, ইমরান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রামগতিতে বেড়াতে যান। ফেরার পথে ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। এ সময় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মদিনাকে মৃত ষোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/আরএআর/পিআর