দেশজুড়ে

বাসাসের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক সুমন মোল্লা

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) ভৈরব শাখার নুতন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে বাসাসের ভৈরব শাখার কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে আসাদুজ্জামান ফারুককে (দৈনিক যুগান্তর ও যমুনা টিভি) নবগঠিত কমিটির সভাপতি ও সুমন মোল্লাকে (দৈনিক প্রথম আলো) সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদে তুহিন মোল্লা (ইত্তেফাক ও এটিএন বাংলা), সহ-সাধারণ পদে সম্পাদক মোস্তাফিজুর রহমান (এন টিভি), কোষাধ্যক্ষ পদে বিল্লাল হোসেন মোল্লা (চ্যানেল-২৪), দপ্তর সম্পাদক পদে আদিল উদ্দিন(বৈশাখী টিভি), সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুজ্জামান (দৈনিক মানবকণ্ঠ) ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাবু সত্যজিৎ দাস ধ্রুব (দৈনিক যায় যায় দিন ও বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, আবদুল্লাহ আল মনসুর (কালের কণ্ঠ ও দেশ টিভি), সোহেল সাশ্রু (দৈনিক সংবাদ), কাজি আবদুল্লাহ আল মাসুম (দৈনিক আজকালের খবর), খাইরুল ইসলাম সবুজ (দৈনিক আমাদের সময় ও এসএ টিভি) ও নজরুল ইসলাম রিপন (দৈনিক আজকের সংবাদ)।

ফারুক/এমএএস/জেআইএম