দেশজুড়ে

লটকন চুরির দায়ে ৬ শিক্ষার্থীকে বেঁধে নির্যাতন

গাছ থেকে লটকন চুরির অপরাধে কিশোরগঞ্জে একটি প্রাইমারি স্কুলের ছয় ছাত্রকে বেঁধে নির্যাতন করেছেন আবু হানিফ নামে এক ব্যাক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই ছাত্রদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আবু হানিফকে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের খিলপাড়া শাহেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল সংলগ্ন আবু হানিফের বাড়ির গাছ থেকে কয়েকটি লটকন চুরি করে খায়।

আহত শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ সময় লটকন গাছের মালিক ও স্কুলটির দাতা সদস্য আবু হানিফ ৫ম ও চতুর্থ শ্রেণিতে পড়া হৃদয়, আপন, রাকিব, ইমরান, সজিব ও আকাশকে আটক করেন। প্লাস্টিকের দড়ি দিয়ে পেছন দিকে সবার হাত বেঁধে পেটাতে থাকেন। এক পর্যায়ে তাদের স্কুলে নিয়ে একটি গাছে বেঁধে পেটানো হয়।

আহত শিক্ষার্থীরা জানায়, তাদেকে নির্মমভাবে হাত বেঁধে শরীরের বিভিন্ন স্থানে পেটানো হয়েছে। তাদের হাত, পা ও পিটে আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত আবু হানিফ ওই স্কুলের প্রধান শিক্ষকের ছোট ভাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম জানান, তিনি খবর পেয়ে আবু হানিফের বাড়িতে গিয়ে দেখতে পান ছয় ছাত্রকে বেঁধে মারধর করা হচ্ছে। পরে স্কুলের একটি গাছে বেঁধে তাদের পেটানো হয়। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে থানায় খবর দেয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ছয় ছাত্রকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত আবু হানিফকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জালাল উদ্দিন বাদী হয়ে বুধবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস