দেশজুড়ে

মাকে মারধরের অপরাধে ছেলের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে গর্ভধারিণী মাকে মারধরের অপরাধে ছেলে মো. সোহরাব হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল জানান, গর্ভধারিণী মা মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছেলে সোহরাব হোসনেকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

আসাদুজ্জামান ফারুক/আরএস/আরআইপি