দেশজুড়ে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে বৈরী আবহাওয়ার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ছোট বড় প্রায় তিন শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সন্ধ্যায় আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর