দেশজুড়ে

রাজবাড়ীতে পুলিশের উপর হামলা: আসামি ২৫০, গ্রেফতার ১

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে পুলিশের দুই কর্মকর্তার উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অন্তত ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) উপ-পরিদর্শক (এসঅাই) মেজবা উদ্দিন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় এ মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় বিকালে পুলিশ মামলার আসামি বিলধামু গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছেলে চুন্নু মন্ডলকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, চলতি মাসের গত সোমবার বিকালে উপজেলার নারুয়া বাজারের মাছ বাজার মন্ডল সুপার মার্কেটের হাফিজের দোকানের সামনে থেকে বালিয়াকান্দি থানার এসআই মেজবাহ উদ্দিন আহম্মেদ শেখ ও এএসআই সাইফুল ইসলাম মিলে নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আবুল লস্করের ছেলে মোহন লস্কর ওরফে গাঁজা মোহন (৩৫) কে আটক করে। এসময় মোহন লস্কর চিৎকার করে বলে, ইয়াবা পকেটে দিয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। এসময় তার সহযোগী ও উত্তেজিত জনতা ওই দুই পুলিশ কর্মকর্তার উপর হামলা চালায় এবং মোহন লস্করকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ অাত্মরক্ষার্থে স্থানীয় এক শিক্ষকের (বাবুল স্যার) দোকানে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়ারুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। মামলায় যাদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে তারা হলেন-মোহন লস্কর, জাহাঙ্গীর হোসেন ওরফে জিন্নাহ শিকদার, সান মন্ডল, সাইফুল ইসলাম ফুল, শামসু ফকির, জিয়া খান, মুন্নু খান, চুন্নু মন্ডল, লিটন মন্ডল, ইউনুছ আলী মন্ডল, মুরাদ মন্ডল, সাগর খান, মোশারফ হোসেন মুশা, বাচ্চু মন্ডল, খোকন শেখ, আব্দুর রশিদ লস্কর, আব্দুর রাজ্জাক।

এসআর/এমএস