খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬টি দোকান। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
শুক্রবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মাছ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন শহরের মাছ বাজার এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. জসিম উদ্দন জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আকস্মিক এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
মুজিবুর রহমান ভুইয়া/এমবিআর/এমএস