দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মলম পার্টির ৮ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় চেতনানাশক ওষুধ ও দেশীয় অস্ত্রসহ মলম পার্টির আট সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে জেলা শহরের পৈরতলা এলাকা থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- জাবেদ হোসেন (২৮), সেন্টু মিয়া (২৮), বায়েজিদ (২৫), মিন্টু মিয়া (৩৮), কুদ্দুস মিয়া (৩০), মো. হাবিব (৩৪), তারেক আহম্মেদ (২৬) ও শংকর দেবনাথ (২৮)।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের পৈরতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির ওই আট সদস্যকে আটক করা হয়। আটকদের কাছ থেকে দুইটি সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও চেতনানাশক ওষুধ (হ্যালোসিন), ভুয়া কাগজপত্র ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম