প্রবাস

কাতারের শামাল সিটিতে সন্দ্বীপবাসীর আলোচনাসভা

কাতারের আল শামাল সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাসভা করেছে সন্দ্বীপবাসী। স্থানীয় সময় শুক্রবার (৬ এপ্রিল) রাতে আল শামাল সিটির সন্দ্বীপ রেস্টুরেন্টে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের আরবিয়ান এক্সচেঞ্জ কাতার শাখার জেনারেল ম্যানেজার নুরুল কবির চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আব্দুর রহমান রুহি।

সভায় বক্তব্য রাখেন অধ্যাপক জসিম উদ্দিন, রাহেল মাহমুদ, মোস্তফা কামাল সন্দ্বীপী, আকতার হোসেন, শাহাদাৎ হোসেন, রিপন সূত্রধর, কামরুল হাসান, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, আবুবকর ছিদ্দিক মহব্বত প্রমুখ।

অনুষ্ঠানে আল শামাল সিটিতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বিএ/আরআইপি