দেশজুড়ে

পাটুরিয়া নৌরুটে আবার লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে সোমবার দুপুর ১টার পর থেকে আবারও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া পুরোপুরি অনূকুলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে কৃর্তপক্ষ জানিয়েছে।  এর আগে মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বাতাস ও নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।রোববার বিকেল থেকে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ওই দুইটি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হয়েছে।বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৫টি লঞ্চ ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ১০টি লঞ্চ চলাচল করে।  রোববার দুপুর থেকে বৈরি আবহাওয়ায় প্রবল বাতাসের কারণে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় পদ্মা ও যমুনায়।  এতে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে।  দুর্ঘটনার আশঙ্কায় বিকেল পাঁচটা থেকে নৌপথ দুইটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।সোমবার সকাল আটটার দিকে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে বড় লঞ্চ চলাচল শুরু করে।  কিন্ত সোমবার দুপুর ১টার দিকে আবহাওয়া খারাপ হলে কর্তৃপক্ষ আবার লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।   এমএএস/পিআর