দেশজুড়ে

অন্যায়কে লাল কার্ড নৈতিকতাকে সবুজ কার্ড

জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে রাজবাড়ীতে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। একই সময় সত্যবাদিতা, নৈতিক শিক্ষা, গুরুজনদের সন্মান, মানবতা ও দেশপ্রেমে সবাইকে সচেতন করতে সবুজ কার্ডও প্রদর্শন করে তারা।

সোমবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ লাল কার্ড ও সবুজ কার্ড প্রদর্শন করা হয়। এ কার্ড দেখানোর মাধ্যমে সংগঠনটির ১৭তম জেলা হলো রাজবাড়ী।

জানা গেছে, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল তার টিফিনের টাকা বাঁচিয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধ এবং সত্যবাদিতা, নৈতিক শিক্ষা, গুরুজনদের সন্মান, মানবতা ও দেশ প্রেমে সবাইকে সচেতন করার লক্ষ্যে ৬৪টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে লাল ও সবুজ কার্ড প্রদর্শন এবং শপথ বাক্য পাঠের উদ্দ্যোগ নেন।

এর অংশ হিসেবে ৭ই মার্চ পঞ্চগড় থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা তার নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেন। যার অংশ হিসেবে আজ ১৭তম জেলা হিসেবে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। এভাবেই তিনি দেশের প্রতিটি জেলায় এ কার্যক্রম চালিয়ে সবাইকে সচেতন করার কাজ করে যাচ্ছেন।

কার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুশাররফ হোসেন ও রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এফএ/পিআর