দেশজুড়ে

নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৫০) নামে এক শ্রমিকের নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্যপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ফজলুল একই এলাকার মৃত জসিম মৃধার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ফজলুল হক এলাকার বিভিন্ন ধরনের দিন মজুরের কাজ করতো। সকালে প্রতিদিনের মত একই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে টিনের ঘর মেরামতের কাজে শ্রমিক হিসেবে কাজ শুরু করে। কাজের এক পর্যায়ে অসাবধনতাবসত বাড়ির বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুতায়িত হয়। এসময় তার চিৎকারে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলডাঙ্গা বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রেজাউল করিম রেজা/আরএ/জেআইএম