ক্যাম্পাস

‘আমি মেধাবী আমাকে গুলি কর’

‘আমি মেধাবী আমাকে গুলি কর’, ‘গুলি কর নচেৎ কোটা সংস্কার কর’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ এমন স্লোগানে স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১১টা থেকে পুলিশের ব্যারিকেটের মধ্যে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টরিয়াল বডির বাধার মুখে প্রধান ফটক ভেঙে সড়কে অবস্থান নেয়। এতে করে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ঘণ্টাব্যাপী প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে বুঝিয়ে শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে ক্যাম্পাসের ভেতরে আনার চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়ে একপর্যায়ে ফিরে যায়।

এদিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মেহেদি হাসান এবং বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ প্রায় শতাধিক পুলিশ নিয়ে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে রয়েছে। এছাড়া ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী একই সময় প্রধান ফটকের অভ্যন্তরে অবস্থান নেয়।

আন্দোলনকারী পিংকি ও গৌতম শুভ জাগো নিউজকে বলেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/জেআইএম