খেলাধুলা

এক ম্যাচের জন্য নাম পাল্টাবে নিউজিল্যান্ড

একদিনের জন্য নাম পাল্টাবে নিউজিল্যান্ড। নতুন নাম হবে `অটিরোয়া`। বদলে যাওয়া নাম অবশ্য মাত্র এক ম্যাচের জন্য। আগামী রোববার (২ আগস্ট) নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটিতেই কিউইদের দেখা যাবে `অটিরোয়া` নামে। সেদিন ম্যাককালামদের গায়ে কালো জার্সি থাকলেও `নিউজিল্যান্ড` নামটি থাকবে না।মূলত মাওরিদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির আদিবাসী মাওরিরা নিউজিল্যান্ডকে ডাকে `অটিরোয়া` নামে। হারারেতে কিউইরা যেদিন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে, সেদিন নিউজিল্যান্ডে পালিত হবে মাওরি ভাষা সপ্তাহের শেষ দিন। আফ্রিকা মহাদেশে থাকলেও দেশের আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে এ উদ্যোগ নিয়েছে কিউই ক্রিকেট দল।নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, `যেসব কমিউনিটিতে ক্রিকেট খুব বেশি পরিচিত নয়, আমরা সেখানে পৌঁছাতে চাই। একই সঙ্গে সম্মান জানাতে চাই মাওরি আদিবাসীদেরও। নিউজিল্যান্ড ক্রিকেটে সব জায়গার প্রতিনিধি নিশ্চিত করতে এমন কিছু উদ্যোগের দরকার আছে। সেটাই আমরা শুরু করলাম।`প্রথমবার সফল হলে পরবর্তীতে এমন উদ্যোগ আরো নেয়া হবে বলে জানান নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের প্রধান। এরই মধ্যে মাওরি আদিবাসীদের মধ্যে ক্রিকেটকে উৎসাহিত করতে ভিডিও বার্তায় কথা রেকর্ড করিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, জিমি নিশামরা।প্রসঙ্গত, চলতি বছর নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে দেশটিতে স্বাগত জানানো হয়েছিল মাওরি আদিবাসীদের দিয়ে।বিএ