দেশজুড়ে

পরিবার সচেতন হলে মাদক থেকে বাঁচবে সন্তান : মেনন

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মাদক একটি মরণব্যাধি। সমাজের সর্বস্তরে এর প্রবেশ ঠেকাতে হবে। পরিবার, স্কুল এবং কর্মপরিবেশে মাদককে না বলতে হবে। মাদককে নির্মূল করতে শুধু পরিবার নয়, সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌরসভা চত্বরে মাদকবিরোধী এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনার সন্তান কোথায় যায়, কি করে তা লক্ষ্য করা দরকার। পরিবার সচেতন হলে মাদকের ছায়া থেকে বেঁচে যাবে সন্তান।

এর আগে মন্ত্রী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত গোলাপ খা শিশু সদন পরিদর্শন করেন। এখানে মন্ত্রী বলেন, শিশুদের জন্য সরকার নানামুখি উদ্যোগ নিয়েছে।

গোলাপ খা শিশু সদনের পরিচালক বিলকিস আরা বানুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাবেক রাষ্ট্রদূত আমসাআ আমিন, গোলাপ খা শিশু সদন প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল ইসলাম খান প্রমুখ।

নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাগেশ্বরী নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সালেকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জাকির উল ইসলাম চৌধুরীসহ সদনের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, কুড়িগ্রাম পৌরসভা চত্বরে নাগরিক সমাবেশে সবেক রাষ্ট্রদূত ও কুড়িগ্রাম জেলা মাদকমুক্ত সমাজের সভাপতি মেজর জেনারেল আমসাআ আমিনের (অব.) সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আজিজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক সরকার ও মাদকমুক্ত সমাজ কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান প্রমুখ।

নাজমুল হোসাইন/এএম/পিআর