দেশজুড়ে

বিএনপি নেতিবাচক কথা ছাড়া কিছু খুঁজে পায় না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছু খুঁজে পায় না। খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হওয়ার মধ্যে দিয়ে বিএনপি জনগণের কাছে প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপিকে জনধিক্কিত দল বলে উল্লেখ করে হানিফ বলেন, এই প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ দলের রাজনীতি বলে কিছু নেই। যার কারণে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাই।

‘আরপিও সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায়’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে করার জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছেন। নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের মতামতের ওপর ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংস্কারের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/আরএআর/এমএস