টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকার আত্মহত্যার দুইদিন পর প্রেমিক সোহেল রানাও (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার কাকড়জান ইউনিয়নের বুড়িরচালা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত সোহেল রানা ওই এলাকার মারফত আলীর ছেলে।
জানা গেছে, প্রেম ঘঠিত কারণে গত বুধবার একইভাবে তার প্রেমিকা মালা আক্তার (১৭) আত্মহত্যা করে। প্রেমিকার বিয়োগ ব্যথায় দুই দিনের মাথায় শুক্রবার ভোররাতে নিজ ঘরের তীরের (ধর্ণা) সঙ্গে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে প্রেমিক সোহেল।
আত্মহত্যার আগে সোহেল তার নিজ হাতে লেখা এক চিরকুটে লিখে গেছে, ‘মালা তোমার কারণেই আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ি নয়’।
কাকড়জান ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার দেলোয়ার হোসেন জানান, সোহেল তার প্রেমিকাকে হারিয়েই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
এ প্রসঙ্গে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, সোহেলের লেখা চিরকুট আর পরিবারের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, প্রেম ঘঠিত কারণেই সোহেল আত্মহত্যা করেছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি। আরিফ উর রহমান টগর/এমবিআর