দেশজুড়ে

সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররম আর নেই

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররম (৬৫) আর নেই। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় জন্মগ্রহণকারী খন্দকার মো. খুররম জেলা আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এককালের তুখোড় জাসদ নেতা খন্দকার মো. খুররম বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।

এরশাদ সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি। এরশাদ সরকার জেলা পরিষদ চালু করার পর উপমন্ত্রীর পদমর্যাদায় তাকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আসীন করেছিলেন। পরর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করে সংসদ সদস্য পদে মনোনয়ন চেয়ে ব্যর্থ হন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এলাকায় তিনি সৃজনশীল কর্মকাণ্ডের একজন পৃষ্ঠপোষক হিসেবে সুবিদিত ছিলেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কৃমরি পাল, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন গভীর শোক প্রকাশ করেছেন।

হাকিম বাবুল/এফএ/আরআইপি