গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে মো. মিলন মিয়া (১৯) নামে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। আটক মিলন গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার আব্দুল মজিদের ছেলে।
র্যাব-১-এর উপপরিচালক মো. কামাল উদ্দিন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা টঙ্গী থানাধীন কলেজ গেইট এলাকা হতে এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় ওই সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ হতে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলফোন ও সীমকার্ড বিশ্লেষণ করে মিলনের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম Telegram Aps I Facebook Aps এ প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
মো আমিনুল ইসলাম/ আরএ/এমএস