দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী পাড়ের অপেক্ষায় রয়েছে পরিবহন, বাস, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ শতশত যানবাহন। বুধবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের এসিরিয়াল দেখা যায়।
যানবাহনের চালক, যাত্রী ও সড়কে চলাচলকারীদের অভিযোগ, দৌলতদিয়া প্রান্তে যানজটের কারণ ভাঙা রাস্তা, ফেরি সংকট ও ফেরি ঘাট সমস্যা। দীর্ঘ দিন যাবৎ এসব সমস্যার কোনো সমাধান হচ্ছে। যার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, দৌলতদিয়া প্রান্তে ৪ ফেরি ঘাটের মধ্যে ২ টি সম্পূর্ণ ও ২ টি ঘাট আংশিক চালু রয়েছে। এছাড়া যাত্রী ও যানবাহন পারাপারে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে এবং মেরামত জনিত কাজের জন্য আংশিক বন্ধ থাকছে। বর্তমান সময়ে রাতের বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ও ব্যাহত হওয়ায় দিনে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, রাতের বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দিনে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ৪টি ঘাটের ১নং ও ৫ নং ঘাটের আংশিক মেরামত জনিত কাজের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আবহাওয়া ও ফেরি চলাচল স্বাভাবিক থাকলে যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।
রুবেলুর রহমান /আরএ/আরআইপি