দেশজুড়ে

নওগাঁয় সাবেক সেনাসদস্যের বাড়ি থেকে ১০টি মোটরসাইকেল উদ্ধার

নওগাঁর বদলগাছীতে সাবেক সেনাসদস্য খাজিউর রহমান খাজিুর বাড়ি থেকে ১০টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের দ্বীপগঞ্জ বাজারের তার বাড়ী থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় খাজিউর রহমান কৌশলে পালিয়ে যান। খাজিউর রহমান গ্রামের ফজের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন খাজিউর রহমান। এরপর মাদক ব্যবসার সাথে জড়িয়ে গেলে থানায় মামলা হয় এবং জেলহাজতও খাটেন। কয়েক বছর থেকে দ্বীপগঞ্জ বাজারে বাড়ীর সাথে সম্পৃক্ত অফিসে বেসরকারি ঋণদান সংস্থা ‘সোনালী কৃষি উৎপাদকারী’ প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরি শুরু করেন। আর এ সুবাদে গোপনে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সাথে জড়িয়ে পড়েন।

গোপন সংবাদে বুধবার রাতে পুলিশ এসে বাড়ি তল্লাশি করতে চাইলে খাজিউর রহমান তালবাহনা শুরু করেন। পুলিশ মোটরসাইকেলগুলোর কাগজপত্র দেখতে চাইলেও তিনি দেখাতে পারেননি। একপর্যায়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে খাজিউর রহমান পালিয়ে যান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায় খাজিউর রহমানের বাড়ীর একটি ঘরে অনেকগুলো মোটরসাইকেল আছে। এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটর সাইকেলগুলোর কোনো কাগজপত্র নাই। ধারণা করা হচ্ছে এগুলো চোরাই মোটরসাইকেল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/বিএ