দেশজুড়ে

আবাসিক হোটেলের ড্রামের ভেতর তরুণীর লাশ

গাজীপুর সদরের হোতাপাড়া এলাকার একটি আবাসিক হোটেলের ড্রামের ভেতর থেকে এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। পরনে হলুদ রঙের সালোয়ার এবং কালো বোরকা রয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, ওই আবাসিক হোটেল থেকে আসা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

পরে হোটেলের একটি কক্ষের পেছনের ঘর থেকে প্লাস্টিকের ড্রামে ভরা ওই তরুণীর মরদেহ পাওয়া যায়। মরদেহের অধিকাংশই পচে গলে গেছে।

এসআই রফিকুল ইসলাম আরও জানান, ওই হোটেলটি বেশ কিছু দিন ধরে বন্ধ ছিল। হোটেল সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এএম/পিআর