নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার মুন্সিপাড়া মহল্লার ধিরেনের ছেলে নওমুসলিম আব্দুল মালেক (৫৫) এবং মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের সৈয়দ আলীর ছেলে তৈয়ব (৪০)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আব্দুল মালেক এবং তৈয়ব মোটরসাইকেলযোগে পত্নীতলার নজিপুর থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পত্নীতলা-সাপাহার রোডের খরাইল মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইলের দুই আরোহীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নেয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
আব্বাস আলী/আরএআর/পিআর