দিনাজপুরের পার্বতীপুরে চাকরির পরীক্ষা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু নাসের নেয়ামুতুল্লাহ নয়ন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পার্বতীপুর-খোলাহাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের তেবারিয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
নয়নের বন্ধু হালিম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে সকালে নিজ বাড়ী হতে বন্ধু নয়নের মোটরসাইকেলে খোলাহাটি ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজে উদ্দেশ্যে রওয়ানা হই। আমি ও বন্ধু এমদাদ হোসেন ছোটন মোটরসাইকেলের পেছনে বসেছিলাম। পথে পার্বতীপুর-খোলাহাটি সড়কের পাশে জমানো পানি-কাদায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে নয়ন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর