দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মামুন (২২) নামে আবারও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত মামুন নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মাখাই পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) অধীনে ভূগর্ভে ড্রিপটিং শাখায় হেলপার হিসেবে সাতমাস ধরে কাজ করেছেন তিনি।
শনিবার রাত ৮টার দিকে খনির ভূগর্ভে কাজ করার সময় পাথর ভেঙে পড়ে। এতে খনি শ্রমিক মামুন গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জিটিসি কর্তৃপক্ষ নিজস্ব পরিবহনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরল আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে খনির মহাব্যবস্থাপক আবু তালেব মো. ফারাজিকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনা তদন্তের জন্য খনির ভূগর্ভে নেমেছেন। তারা রাত ৮টার সময় খনির ভূগর্ভ থেকে উঠে আসবেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল একইভাবে মোস্তফা কামাল (৩২) নামে এক খনি শ্রমিকের মৃত্যু হয়।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি