দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) রাতে শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকায় খোয়াই নদীর রেলব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল হক জানান, রাত ১২টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় মিলেনি। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলেও জানান তিনি।

কামরুজ্জামান আাল রিয়াদ/এমএমজেড/আরআইপি