রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে চারটি হত্যাসহ ছয় মামলার আসামি জামাল পত্তনদারকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হহয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর ডিবি পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূইয়া জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটের বাইপাস এলাকা থেকে হত্যাসহ ছয় মামলার আসামি জামাল পত্তনদারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তিনি দৌলতদিয়ায় আলোচিত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র রিপন হত্যা মামলার ১ নং আসামি এবং একটি অস্ত্র মামলার ২১ বছরের দণ্ডপ্রাপ্ত।
রুবেলুর রহমান/আরএআর/পিআর