দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বজ্রপাতে হাবিবুর রহমান হাবিব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুর্ব মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান হাবিব সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের আজিজল হকের ছেলে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ঝড়ের মধ্যে গরুর জন্য ঘাস কাটতে যমুনা নদীর চরে যান হাবিবুর রহমান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর